Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 7th August 2022
Press Release

বাংলাদেশ দূতাবাস, মস্কোতে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আয়োজন।

 

০৫ অগাস্ট ২০২২:

 

বাংলাদেশ দূতাবাস, মস্কো বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় রাশিয়ান ফেডারেশনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সভাপতিত্বে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

 

পবিত্র কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে দিনের কর্মসূচীর সূচনা করা হয়। এরপর দিবসটি উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

 

আলোচনা সভায় বক্তাগণ শেখ কামালের বৈচিত্র্যময় প্রতিভা ও নানা ক্ষেত্রে তাঁর স্বতঃস্ফূর্ত ও তাৎপর্যপূর্ণ অবদান তুলে ধরেন। বিশেষত সদ্যস্বাধীন বাংলাদেশের দিগভ্রান্ত তরুণ সমাজকে সৃষ্টিশীল ও ইতিবাচক কর্মকান্ডে উৎসাহিতকরণে শেখ কামাল যে বহুমাত্রিক সাংস্কৃতিক আন্দোলন ও ক্রীড়া সংগঠনের উদ্যোগ গ্রহণ করেন তা অবিস্মরণীয় হিসেবে বক্তারা মতামত ব্যক্ত করেন।

 

সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত জনাব কামরুল আহসান শেখ কামালের বহুমূখী গঠনমূলক কর্মকান্ড সম্পর্কে আলোকপাত করেন। ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি সদ্য স্বাধীন বাংলাদেশে যে আধুনিকতার সূত্রপাত করেছিলেন তা আজও জাতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বলে মন্তব্য করেন মান্যবর রাষ্ট্রদূত। তিনি বলেন যে শেখ কামালের গৃহীত উদ্যোগসমূহ সমগ্র জাতি বিশেষত তরুণ সমাজের সামনে অনুকরণীয় দৃষ্টান্ত ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। 

 

পরিশেষে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকীর উপলক্ষটি রাষ্ট্রদূত উপস্থিত সকলকে নিয়ে কেক কেটে উদযাপন করেন।

2022-08-05
Download