Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 13th December 2022
Press Release

স্টকহোমস্থ বাংলাদেশ দূতাবাসে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদযাপন

 

সোমবার, ১ ডিসেম্বর ২০২, স্টকহোমঃ  

 

গত ১ ডিসেম্বর ২০২২ তারিখে স্টকহোমস্থ বাংলাদেশ দূতাবাসে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদযাপিত হয়েছে । দূতাবাস কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল দূতাবাস প্রাঙ্গণে সারাদিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা। এ অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারিবৃন্দস ও প্রবাসী বাংলাদেশীবৃন্দ অংশগ্রহণ করেন।

 

পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠানের শুরু হয় । এরপর ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উপলক্ষ্যে দেশীয় ও আন্তর্জাতিক নানা ক্ষেত্রে বাংলাদেশ অর্জন তুলে ধরেন দূতাবাসের কর্মকর্তাগণ।  

 

রাষ্ট্রদূত মেহ্‌দী হাসান তার বক্তব্যে বলেন, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১ ঘোষণা ছিলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী সিদ্ধান্ত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্তের ফলে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করছে এবং উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্তি হতে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ-এর বাস্তবায়নের ফলে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক যে প্রভূত সাফল্য অর্জিত হয়েছে, তা অত্যন্ত বিরল। ডিজিটাল বাংলাদেশের সাফল্যের হাত ধরে বাংলাদেশ আজ সারা বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

2022-12-12
Download