Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 6th August 2020
Press Release

নেদারল্যান্ডে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া আয়োজন

 

০৫ আগস্ট ২০২০, দি হেগ: 

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীরমুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে নেদারল্যান্ডস্থ বাংলাদেশ দূতাবাস এর সম্মেলন কক্ষে আজ এক আলোচনা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। দূতাবাসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং হল্যান্ড আওয়ামীলীগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ কামাল ও বঙ্গবন্ধু পরিবারের প্রয়াত সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। হল্যান্ড আওয়ামীলীগের নেতা জনাব আলাউদ্দিন মোল্লা ও ছাত্রলীগ নেতা জনাব মীরাজ হোসেন তাঁদের বক্তব্যে মুক্তিযুদ্ধে শেখ কামালের সাহসী অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগ গঠনে তাঁর ভূমিকা উল্লেখ করেন। স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে যুবসমাজের সংগঠক, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডের বিকাশে শেখ কামালের অসামান্য কৃতিত্ব নি:সন্দেহে প্রশংসার দাবিদার।

 

নেদারল্যান্ডে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ তাঁর বক্তব্যের প্রারম্ভে ১৫ আগস্টে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্য সহ যারা শাহাদাত বরণ করেছেন, তাদেঁর প্রতি গভীর শ্রদ্ধা অর্পন করেন। তিনি দেশ গঠন তথা যুবসমাজের উন্নয়নে শেখ কামালের যে অপরিসীম অবদান, তা অনস্বীকার্য বলে উল্লেখ করেন। নব সৃষ্ট বাংলাদেশের তরুণ সমাজের বিকাশে ক্রীড়া ও অর্থবহ সংস্কৃতির চর্চায় তাঁর অবদানের কথা উল্লেখ করেন। ৭১ পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে যুব সমাজকে ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করণে শেখ কামালের দূরদর্শি ভূমিকার কথা ও তিনি উল্লেখ করেন। রাষ্ট্রদূত, শেখ কামাল এবং তাঁর আদর্শ বাংলাদেশের ভবিষ্যতের তরুণ সমাজের জন্য উজ্জীবনী শক্তি হয়ে কাজ করবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন।।

 

পরিশেষে, শেখ কামালের কীর্তিময় জীবনের ওপর স্বল্পদৈর্ঘ্য দু’টি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

2020-08-05
Download