Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 23rd May 2022
Press Release

আফগানিস্তানের জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা

ঢাকা, ২২ মে ২০২২:
 
 
আফগানিস্তানে বর্তমানে বিরাজমান তীব্র খাদ্য ও অন্যান্য সংকটের প্রেক্ষিতে জাতিসংঘের অঙ্গসংস্থা Office for the Coordination of Humanitarian Affairs (UN OCHA)-এর তহবিলে নগদ এক কোটি টাকা অনুদান প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 
 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও নির্দেশনার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় উক্ত অর্থ UN OCHA-এর তহবিলে প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। 
 
 
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন, নিউ ইয়র্ক, বাংলাদেশ সরকারের পক্ষে UN OCHA কর্তৃক আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য গঠিত বিশেষ তহবিলে অনুদানের অর্থ প্রেরণ করবে এবং এ সংক্রান্ত কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন আছে। এ অর্থ UN OCHA-এর মাধ্যমে আফগানিস্তানের সংকটাপন্ন সাধারণ জনগণের জন্য ব্যয় করা হবে। 
 
 
এ অনুদান প্রধানমন্ত্রী কর্তৃক অনুসৃত আঞ্চলিক ভ্রাতৃত্ববোধ, দক্ষিণ এশিয়ার সমন্বিত উন্নয়ন এবং সকলের প্রতি সহযোগিতার নীতির বাস্তব প্রতিফলন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উক্ত অনুদান প্রদানের ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে। 
2022-05-22
Download