সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিশফাক আহমেদ চৌধুরী মিশুর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
ঢাকা, ০৫ নভেম্বর ২০২২:
সিলেটের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি।
এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিশফাক আহমেদ চৌধুরী মিশু'র মুত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শুন্যতা সৃষ্টি হলো। মিশফাক আহমেদ চৌধুরী মিশু ছিলেন অত্যন্ত মেধাবী এবং সজ্জন ব্যক্তি। সিলেটে শিল্প-সংস্কৃতি চর্চায় তাঁর অবদান সিলেটবাসী বহুকাল মনে রাখবে।
ড. মোমেন মরহুম মিশফাক আহমেদ চৌধুরী মিশু'র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শনিবার (৫ নভেম্বর) ভোরে মিশফাক আহমেদ চৌধুরী মিশু নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।