Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 22nd November 2020
Press Release

“জলবায়ু-সংকটমোকাবিলায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশগুলোতে অভিযোজন, প্রশমন, প্রযুক্তি হস্তান্তর এবং আর্থিক ও বিনিয়োগ সহায়তা সম্পর্কিত বিষয়গুলোতে বৃহৎ অর্থনীতির দেশসমূহ,বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক ও আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোকে আরো জোরালো ভূমিকা রাখতে হবে।”

জেনেভা, ১৮ নভেম্বর ২০২০

 

“জলবায়ু-সংকটমোকাবিলায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশগুলোতে অভিযোজন, প্রশমন, প্রযুক্তি হস্তান্তর এবং আর্থিক ও বিনিয়োগ সহায়তা সম্পর্কিত বিষয়গুলোতে বৃহৎ অর্থনীতির দেশসমূহ,বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক ও আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোকে আরো জোরালো ভূমিকা রাখতে হবে।”-জেনেভাস্থ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোঃ মোস্তাফিজুর রহমান গত মঙ্গলবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)কর্তৃক আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ কথা বলেন।

 

রাষ্ট্রদূতরহমান প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন কার্যকর পদক্ষেপসম্পর্কে আলোকপাত করেন। বিশেষ করে,তিনি সরকারের নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন বিষয়ক ট্রাস্ট ফাণ্ডগঠন,বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০প্রণয়নএবংজাতীয় উন্নয়ন পরিকল্পনা ও কৌশলগুলোতে জলবায়ু পরিবর্তনকেএকীভূতকরণের প্রসঙ্গটি গুরুত্বের সাথে তুলে ধরেন।তিনি ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ)-এর বর্তমান সভাপতি হিসেবে জলবায়ু-সংকট মোকাবিলায় বাংলাদেশসরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। এছাড়া, তিনি বৈশ্বিক উষ্ণায়নকে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা ও প্যারিস চুক্তির যথাযথ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।


 

অনুষ্ঠানেআইএফআরসি’র ‘বৈশ্বিক দুর্যোগ প্রতিবেদন২০২০’ শীর্ষক নতুন এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এই প্রতিবেদনে গত দশকে আবহাওয়া ও জলবায়ুসংক্রান্ত প্রাকৃতিক দুর্যোগে বিশ্বজুড়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগামী দশকে উন্নয়নশীল দেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সম্ভাব্য ব্যয় ও প্রয়োজনীয় বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো স্থান পেয়েছে। 

 

এসময়অন্যান্যের মধ্যেআইএফআরসি’র মহাসচিব জাগান শাপাগেইন, জেনেভাস্থ নেদারল্যান্ডস মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাথালিয়ে অলিস্লাগের,জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ(ইউএনএফসিসি)-এর পরিচালক ইউসেফ নাসেফ এবং সুদান রেড ক্রিসেন্টের মহাসচিব ড. আফাফ ইয়াহিয়া আলোচনায় অংশগ্রহণ করেন। 

2020-11-18
Download