১৩ সেপ্টেম্বর, ২০২৩:
বাংলাদেশের সংস্কৃতি এবং সমৃদ্ধশালী ঐতিহ্যকে বহির্বিশ্বে পরিচয় করিয়ে দেবার প্রয়াস হিসেবে সুইডেনস্থ বাংলাদেশ দূতাবাস ১৩ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে স্টকহোমের একটি আন্তর্জাতিক স্কুলে ´বাংলাদেশকে জানো´ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। স্কুলটিতে পাঠরত বিশ্বের নানা দেশের ছাত্রছাত্রী, শিক্ষকগণ এবং দূতাবাসের কর্মকর্তাগণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রথমেই একটি ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে বাংলাদেশ সম্পর্কে জানান দুতাবাসের কর্মকর্তাগণ। আবহমান বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, কারু শিল্প, প্রাকৃতিক সৌন্দর্য, বাংলাদেশের শিশুদের দৈনন্দিন জীবন ও সহশিক্ষা কার্যক্রম ইত্যাদি বিষয় উপস্থাপনার মাধ্যমে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সামনে তুলে ধরা হয়। এরপর ছাত্রছাত্রীদের জন্য একটি কারু শিল্পের কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালাটিতে বিশ্বের নানা দেশের ছাত্রছাত্রীরা হাতে কলমে রং-তুলির মাধ্যমে বাংলাদেশের বর্ণিল কারু শিল্প সৃষ্টি করার সুযোগ পান। ছাত্রছাত্রীদের রং-তুলির ছোঁয়ায় সুইডেনের স্কুলটি ক্ষণিকের জন্য হয়ে উঠে এক টুকরো বাংলাদেশ। আন্তর্জাতিক স্কুলটির অধ্যক্ষ মিজ সুজান বলেন যে তার স্কুলের ছাত্রছাত্রীরা বাংলাদেশ, বাংলাদেশের সংস্কৃতি, কারু শিল্প সম্পর্কে জানতে পেরে খুবই উচ্ছ্বসিত এবং তিনি আশা করেন এ ধরণের কার্যক্রম বাংলাদেশ সম্পর্কে সুইডেনের ছাত্রছাত্রীদেরকে আরো আগ্রহী করে তুলবে।
রাষ্ট্রদূত জনাব মেহ্দী হাসান এক বিবৃতিতে বলেছেন, "সুইডেনের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদেরকে আমাদের বাংলাদেশ সম্পর্কে জানানোর প্রয়াসের অংশ হিসেবে স্টকহোমের স্বনামধন্য আন্তর্জাতিক স্কুলটিতে ´বাংলাদেশকে জানো´ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশ সম্পর্কে জানার জন্য স্কুলের ছাত্রছাত্রীদের আগ্রহ ও উচ্ছ্বাস আমাদেরকে অনুপ্রাণিত করেছে । বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিভিন্ন দেশের ছাত্রছাত্রী কাছে তুলে ধরার নিমিত্তে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন ভবিষ্যতেও বাংলাদেশ দূতাবাস অব্যাহত রাখবে"।