Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 29th October 2023
Press Release

বাহরাইনের আ’লী শহরে স্কুলের নিজস্ব জমিতে স্থানীয় সময় সকাল ১০:০০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-বাংলাদেশ স্কুল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমেদ, এমপি।

 

মানামাবাহরাইন২৭ অক্টোবর ২০২৩:

 

বাংলাদেশ দূতাবাস, মানামা গত শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ তারিখে বাহরাইনের আ’লী শহরে স্কুলের নিজস্ব জমিতে স্থানীয় সময় সকাল ১০:০০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-বাংলাদেশ স্কুল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমেদ, এমপি। এছাড়া মাননীয় মন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ স্কুল ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধনের পূর্বে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ.কে.এম মহিউদ্দিন কায়েস, ও নির্বাচিত নির্মাণ প্রতিষ্ঠান Almoayyed & Paruco কোম্পানির প্রধান জামাল আল-মুঈদ এর মধ্যে চুক্তি সাক্ষর সম্পাদিত হয়।

 

মাননীয় মন্ত্রী ইমরান আহমেদ এমপি উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি আ’আলিতে স্কুল মাঠে এসে পৌঁছালে স্কুল পরিচালনা কমিটির সদস্যরা এবং ছাত্র/ছাত্রীরা ফুল দিতে তাকে স্বাগত জানান। তিনি বলেন, বাহরাইনে বসবাসরত বাংলাদেশীদের জন্য এ দিনটি ঐতিহাসিক ও আনন্দের কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিদেশের মাটিতে এটিই প্রথম স্কুল নির্মাণ হতে যাচ্ছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ স্কুল ভবন নির্মাণের জন্য আর্থিক অনুদান বরাদ্দ করেছিলেন এবং এ ভবন নির্মাণ শেষ হলে বাহরাইনস্থ সকল প্রবাসীদের সন্তানগণ এই স্কুলে পড়াশুনা করার মাধ্যমে উপকৃত হবেন।

 

উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মুহাম্মদ নজরুল ইসলাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান, বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা), প্রথম সচিব (শ্রম), তৃতীয় সচিব, নির্বাচিত নির্মাণ প্রতিষ্ঠান Almoayyed & Paruco কোম্পানি এবং কন্সাল্টিং ফার্ম Arab Architects হতে প্রতিনিধিগণ, বাহরাইন সরকারের পররাষ্ট্র এবং শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাগণ, বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মোহাম্মদ মুইজ চৌধুরী, বোর্ড অফ ডিরেক্টরস, বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মি. অরুন জে নাইর, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ প্রবাসী বাংলাদেশিরা।

2023-10-27
Download