জাকার্তা, ০৫ মে ২০২২:
বাংলাদেশ দূতাবাস, জাকার্তা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গত ০৪ মে ২০২২ তারিখে বাংলাদেশ হাউজ, জাকার্তায় বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপন করেছে। মান্যবর রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জিইউপি, এনডিসি, পিএসসি মহোদয় এবং রাষ্ট্রদূত পত্নী মিসেস ফারহানা সুলতানা এর নেতৃত্বে বাংলাদেশ হাউজের সামনে সড়কে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ, ইন্দোনেশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিগণ ও ইন্দোশিয়াস্থ বিভিন্ন সামাজিক সংগঠনের উল্লেখ যোগ্য সংখ্যক স্থানীয় ও বিদেশি নাগরিকগণ। প্রাণের হিল্লোল, আবেগ, ভালোবাসা ও হৈ-হুল্লোড়ে বাংলাদেশ হাউজ হয়ে উঠে এক অনাবিল আনন্দের মিলন মেলায়। অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ, বাংলাদেশ নববর্ষের উপর নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে দুপুরে বাঙালি খাবার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদূত মহোদয় তার বক্তব্যে বলেন যে,, পহেলা বৈশাখ আমাদের উদার হতে শিক্ষা দেয় এবং জাতীয়তাবাদে উজ্জীবিত হয়ে বিশ্বমানবের সঙ্গে মিশে যাওয়ার প্রেরণা জোগায়। এই উদারনৈতিক চেতনাকে ধারণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রদর্শন, বাংলাদেশ প্রতিষ্ঠার আদর্শ এবং রাষ্ট্রভাষার চেতনার বহ্নিশিখা অন্তরে ধারণ করে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে আহবান জানান। পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।