Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 14th May 2020
Press Release

সুইডেনের কোম্পানি এইচ এন্ড এম বাংলাদেশকে ৮ টি ভেন্টিলেটর ও ১৫০০ পিপিই দিল

 

ঢাকা, ১৪.০৫.২০২০:

 

সুইডেনের কোম্পানি এ্ইচ এন্ড এম (H&M) ৮টি ভেন্টিলেটর ও ১৫০০ পিপিই দিল বাংলাদেশকে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের উপস্থিতিতে এসব চিকিৎসা সামগ্রী  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো: আসাদুল ইসলামের নিকট হস্তান্তর করেন এ্ইচ এন্ড এম কোম্পানির প্রতিনিধি বশিরুন নবী খান।

 

এসময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও সুইডেনের রাষ্ট্রদূত Charlotta Schlyter উপস্থিত ছিলেন

 

চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী করোনার কারণে সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ক্রয়াদেশ বাতিল না করায় এ্ইচ এন্ডে এম কোম্পানিকে ধন্যবাদ জানান। তিনি বলেন এ ক্ষেত্রে সুইডেনের এ কোম্পানি আদর্শ স্থাপন করেছে এবং অন্যান্য কোম্পনিরও উচিত তাদের মডেল অনুসরণ করা। ড. মোমেন গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সু্ডেনের প্রধানমন্ত্রীর টেলিফোনের আলাপের উল্লেখ করে বলেন, উভয় দেশ করোনার প্রভাব মোকাবিলায় একসাথে কাজ করে যেতে চা্য়।

 

সুইডেনের রাষ্ট্রদূত Charlotta Schlyter বলেন, সুইডেন সব সময় বাংলাদেশের পাশে আছে এবং এখন সুইডেনের কোম্পানিও এক্ই পথ অনুসরণ করছে। তিনি করোনা ভাইরাস মোকবিলায় বাংলাদেশের সাথে কাজ করার অঙ্গীকার পুর্নব্যক্ত করেন।

2020-05-14
Download