জেদ্দা, ১৭ এপ্রিল ২০২৩:
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা, সৌদি আরবের উদ্যোগে ১৭ এপ্রিল ২০২৩ তারিখে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে “ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৩” পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে তরজমাসহ পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর শহীদ পরিবারসহ একাত্তরে নিহত বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং শহীদদের স্মরণে ০১ মিনিটের নীরবতা পালন করা হয়। অতঃপর “ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৩” উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। অনুষ্ঠানে দিবসটির উপর তৈরিকৃত বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ বক্তব্য প্রদান করেন। অতঃপর মান্যবর কনসাল জেনারেল জনাব মোহাম্মদ নাজমুল হক দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য, মহান মুক্তিযুদ্ধে জাতির জনকের অসামান্য নেতৃত্ব ও ভূমিকা এবং বাংলাদেশের মানুষের জীবনমান ও উন্নতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও যুগোপযোগী নেতৃত্বের প্রশংসা করে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।