Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 10th May 2023
Press Release

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ায় বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন

 

সিউল, ০৮ মে ২০২৩:

 

বাংলাদেশ দূতাবাস, সিউল ০৭ মে ২০২৩ তারিখে সিউলের ইয়নপিয়ং গু স্পোর্টস সেন্টারের মিলনায়তনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করেছে। উক্ত অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রায় ৩ শতাধিক প্রবাসী বাংলাদেশীগণ ও তাদের পরিবারবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।  

 

এ দিন মিলনায়তন ও এর সংলগ্ন স্থানে ব্যানার, ফেস্টুন, বেলুন ইত্যাদি দিয়ে সুসজ্জিত করা হয় এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্ত ও কারু শিল্প প্রদর্শন করা হয়। বর্র্ণিল পোষাকে সজ্জিত হয়ে রঙ-বেরঙের মুখোশ, ব্যানার ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে উপস্থিত প্রবাসী বাংলাদেশীগণ মিলনায়তন সংলগ্ন রাস্তায় মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

 

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব দেলওয়ার হোসেন তাঁর বক্তব্যে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। বাংলা নতুন বছর সকলের জীবনে নতুন আশা, সুখ-সমৃদ্ধি ও শান্তির বার্তা নিয়ে আসুক এই প্রত্যাশা ব্যক্ত করেন। 

 

বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক পর্বে দূতাবাস পরিবার ও প্রবাসী বাংলাদেশী শিল্পী এবং বাংলাদেশ হতে আগত শিল্পীগণ লোক সঙ্গীত, নাচ ও কবিতা পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজে ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়।

2023-05-08
Press Release-Bangla New Year-1430.pdf Press Release-Bangla New Year-1430.pdf
Download