ঢাকা, ২৩.০৩.২০২০ :
একুশে পদকপ্রাপ্ত লেখক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত। তাঁর মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো। বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক ও বুদ্ধিজীবী বোরহানউদ্দিন ছিলেন মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক । সাহিত্য, শিল্প ও গবেষণায় তাঁর অবদান এদেশের মানুষ চিরদিন মনে রাখবে। দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তিনি ছিলেন অগ্রপথিক।
ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।