ব্যাংকক, ১০ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক এর উদ্যোগে তৃতীয়বারের মতো আজ দিনব্যাপী কম্বোডিয়ার নমপেনস্থ হোটেল সানওয়েতে কম্বোডিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য একটি কনস্যুলার ক্যাম্প পরিচালনা করা হয়। উক্ত কনস্যুলার ক্যাম্পে প্রায় দেড় শতাধিক প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ স্বত:স্ফূর্তভাবে বিভিন্ন কনস্যুলার সেবা গ্রহণ করেন। এ সময় নতুন পাসপোর্ট/পাসপোর্ট নবায়ন এর আবেদন গ্রহণ, ট্রাভেল পারমিট ইস্যুকরণ এবং বিবিধ কনস্যুলার/সত্যায়ন সেবা প্রদান করা হয়।
এ বছরে পর পর তৃতীয়বারের মতো নিয়মিতভাবে কনস্যুলার ক্যাম্প আয়োজনের মাধ্যমে কম্বোডিয়ায় প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা প্রদান করায় কম্বোডিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটি দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, গত ২৪-২৬ মে ২০২৩ নমপেন শহরে ও ২ জুলাই ২০২৩ তারিখে নমপেন ও সিহানুকভিল শহরে দুটি পৃথক কনস্যুলার ক্যাম্পে প্রথমবারের মতো ই-পাসপোর্টের আবেদন গ্রহণসহ অন্যান্য কনস্যুলার সেবা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এবার কনস্যুলার ক্যাম্পের নেতৃত্ব প্রদান করেন দূতাবাসের কাউন্সেলর (শ্রম) জনাব মোঃ ফাহাদ পারভেজ বসুনীয়া। তাকে সহায়তা করেন দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা (হিসাব) জনাব মোঃ আব্দুল্লাহ দুলাল ও প্রশাসনিক কর্মকর্তা (কনস্যুলার) জনাব সাগর মাহমুদ।