Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 22nd February 2023
Press Release

বাংলাদেশ দূতাবাস, জাকার্তায় মহান ‘শহিদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ২১ ফেব্রেুয়ারি ২০২৩ পালন

 

জাকার্তা, ২১ ফেব্রেুয়ারি ২০২৩:

 

বাংলাদেশ দূতাবাস, জাকার্তা যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় মহান ‘শহিদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করেছে। দিবসের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মান্যবর রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জিইউপি, এনডিসি, পিএসসি মহোদয় দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশি কমিউনিটির সদস্যগণের সহকারে ভাষা শহিদদের স্মৃতির উদ্দেশ্যে দূতাবাস প্রাঙ্গনে স্থাপিত অস্থায়ী শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর ড. ইচে হোদিজা, নির্বাহী পরিচালক, জাতীয় ইউনেস্কো কমিশন, শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জনাব আরকো হানানতো বুদিআদি, সিনিয়র কূটনীতিক, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইন্দোনেশিয়া-এর প্রতিনিধি হিসেবে পুস্পস্তবক অর্পণ করেন।

 

পবিত্র কোরআন হতে তেলায়াত ও তর্জমার পর মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শুনানো হয়। এরপর বাংলাদেশি কমিউনিটির সদস্যগণ, ড. ইচে হোদিজা, নির্বাহী পরিচালক, জাতীয় ইউনেস্কো কমিশন, শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জনাব আরকো হানানতো বুদিআদি, সিনিয়র কূটনীতিক, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইন্দোনেশিয়া-এর প্রতিনিধিগণ আলোচনা সভায় অংশগ্রহণ করেন এবং দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যদের সাথে  উইম্যান ইন্টারন্যাশনাল ক্লাবের প্রেসিডেন্ট, সম্মানিত সদস্যগণ ও ইন্দোনেশিয়ায় অধ্যায়নরত বিদেশি শিক্ষার্থীরা উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানকে সমৃদ্ধ করে। এরপর মহান ‘শহিদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এর উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

 

সাংস্কৃতিক অনুষ্ঠানের পর মান্যবর রাষ্ট্রদূত মহোদয় ও তার সহধর্মীনি শিশু কিশোরদের নিয়ে চিত্রাংক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। মান্যবর রাষ্ট্রদূত মহোদয় তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভাষা আন্দোলনের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি অর্জনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত প্রচেষ্টা ও উদ্যোগের কথা স্মরণ করেন। তিনি মহান একুশের চেতনাকে ধারণ করে পৃথিবীর নানা ভাষাভাষী ও সংস্কৃতি মানুষের মধ্যে পারস্পরিক সম্মানবোধ জাগ্রত করে একটি বৈষম্যহীন বর্ণিল বিশ্ব গড়ে তোলার আহবান জানান। এরপর সকল ভাষা শহিদের আত্মার মাগফিরাত ও দেশ ও জাতির মঙ্গল কামনা করে কামনা করে মোনাজাত করা হয়। সবশেষে উপস্থিত সকলের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

2023-02-21
Download