Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 6th November 2023
Press Release

বাংলাদেশ দূতাবাস, মানামায় জাতীয় সংবিধান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

 

মানামাবাহরাইন০৪ নভেম্বর ২০২৩:

 

বাংলাদেশ দূতাবাস, মানামা আজ ০৪ নভেম্বর  স্থানীয় সময় সকাল ১১:০০ টায় জাতীয় সংবিধান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ এবং দিবসটির উপর  আলোচনার আয়োজন করা হয়।

 

চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস তাঁর বক্তব্যের শুরুতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, বাঙালি জাতির জীবনে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। একটি দেশ পরিচালনার জন্য সংবিধানের গুরুত্ব অপরিসীম যা জাতির পিতার নেতৃত্বে স্বাধীনতার মাত্র ১১ মাসের মধ্যেই সংবিধান প্রনয়ণ করতে সক্ষম হন। আমাদের সংবিধানটি পৃথিবীর সুলিখিত ও সমৃদ্ধ সংবিধানগুলোর মধ্যে অন্যতম। এ সংবিধানের মূলভিত্তি হল জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা। তিনি রুপকল্প-২০৪১ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেয়া উন্নয়ন প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। তিনি উপস্থিত সকলকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত উন্নত, সুখী, সমৃদ্ধ ও কল্যাণকর ‘সোনার বাংলাদেশ’ তথা প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ’ বির্নিমাণে একযোগে কাজ করার আহবান জানান।

 

পরিশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের এবং স্বাধীনতা অর্জনে যারা শাহাদাত বরণ করেছে সকলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, কর্মচারীগণ এ অনুষ্ঠানে যোগ দেন।

2023-11-04
Download