০৫ সেপ্টেম্বর ২০২০:
অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে গত ০২ সেপ্টেম্বর ২০২০ তারিখ উপজেলা নির্বাহী অফিসার বেগম ওয়াহিদা খানম, তাঁর নিজ কর্মস্থল দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় সরকারী বাসভবনে রাত আনুমানিক ৩:০০ ঘটিকার সময় দুস্কৃতকারীদের হামলার শিকার হন। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে তিনি “ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল”, শের-ই-বাংলা নগর, ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
সরকারী গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত একজন উপজেলা নির্বাহী অফিসারের উপর এরূপ বর্বর ও নিষ্ঠুর হামলা অত্যন্ত মর্মান্তিক ও অনভিপ্রেত। বাংলাদেশ ফরেন সার্ভিস এ্যাসোসিয়েশন (বিএফএসএ) এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩১ ব্যাচের কর্মকর্তা জনাব ওয়াহিদা খানমের দ্রুত সুস্থতা কামনা করছে।
বাংলাদেশ ফরেন সার্ভিস এ্যাসোসিয়েশন (বিএফএসএ) এই ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানপূর্বক দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে সঠিক বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারী দায়িত্ব পালনরত সকলের যথাযথ নিরাপত্তা জোরদার করার দাবি জানাচ্ছে।