Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 27th May 2019
Press Release

আগামী ২৮-৩০ মে ২০১৯ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর জাপান সফর উপলক্ষে মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর সংবাদ সম্মেলন, ২৬ মে ২০১৯, দুপুর ৩ ঘটিকা আনক্লস কনফারেন্স রুম, পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রিয় সাংবাদিক বন্ধুগণ,আসসালামু আলাইকুম।

মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর উপলক্ষ্যে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি।

০২।     মাননীয় প্রধানমন্ত্রী জাপান সরকারের আমন্ত্রণে আগামী ২৮-৩০ মে ২০১৯ তারিখে জাপান সফর করবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাননীয় প্রধানমন্ত্রীর জাপানে এটাই প্রথম দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর।

০৩।     মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারী  ও শিল্প বিনিয়োগ উপদেষ্টা, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সহ উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাবৃন্দ অন্তর্ভুক্ত থাকবেন। এছাড়া দেশের শীর্ষ ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও মাননীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।

০৪।     সফরকালে মাননীয় প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন, এবং তাঁর সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশগ্রহণ করবেন। দ্বিপাক্ষি কবৈঠকের পর মাননীয় প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রীর  সাথে সাংবাদিক সম্মেলনে যৌথ বিবৃতি দিবেন। দ্বিপাক্ষিক বৈঠকের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রীকে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের গার্ড অব অনার প্রদান করা হবে। দ্বিপাক্ষিক বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী  রোহিঙ্গা সমস্যার সমাধানে জাপানের প্রধানমন্ত্রীর সহায়তার জন্য অনুরোধ জানাবেন।

০৫।মাননীয় প্রধানমন্ত্রী জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনের সাথে গোল টেবিল বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে আলোচনা করবেন। সফর কালে জাইকার প্রেসিডেন্ট শিনিচিকিতাওকা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশীদের জন্য আয়োজিত একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

০৬।     সফরকালে মাননীয় প্রধানমন্ত্রী জাপানের মিডিয়া সংগঠন Nikkei Inc. কর্তৃক আয়োজিত “ The Future of Asia” আর্ন্তজাতিক সম্মেলনে Key Note Speaker হিসেবে বক্তব্য প্রদান করবেন। Nikkei সম্মেলনে প্রতিবছর বিভিন্ন দেশের সরকার এবং ব্যবসায়ী প্রতিনিধি বৃন্দ এশিয়ার উন্নত ভবিষ্যতের লক্ষ্যে তাদের কর্মপরিকল্পনা ব্যক্ত করে। Nikkei Inc. সম্মেলনের এ বছরের প্রতিপাদ্য হচ্ছে “In search of the new global order-overcoming the chaos. বিভিন্ন দেশের সরকার প্রধান,  উদ্যেক্তা ও এশিয়ার ব্যবসায়িক নেতৃবৃন্দ সহ প্রায় ৫০০ প্রতিনিধি আসন্ন সম্মেলনে অংশগ্রহণ করবেন। এশিয়াকে আরও গতিশীলটেকসই এবং সমৃদ্ধ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টায় Nikkei Inc. ১৯৯৫ সাল থেকে এ বার্ষিক সম্মেলনের আয়োজন করে আসছে। এশিয়ার অর্থনীতি সমূহকে একীভূতকরণের প্রত্যয়ে আঞ্চলিক ও বৈশ্বিক প্রবৃদ্ধিকে উন্নীত করতেবিশ্বায়নে ঐকমত্য স্থাপনেমুক্তবাণিজ্য ও বহুপাক্ষিক ব্যবস্থাকে উৎসাহিত করে সুশাসনউদ্ভাবনী ধারনা ও কাঠামোগত সংস্কারের বাস্তবায়নের উদ্দেশ্যে বিশ্ব নেতৃবৃন্দ ও ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে এই সম্মেলনে আলোচনা হবে। Nikkei কর্তৃক আয়োজিত সম্মেলনের নৈশভোজে মাননীয় প্রধানমন্ত্রী যোগ দেবেন।

০৭।     বাংলাদেশের সাথে জাপানের সম্পর্ক Comprehensive Partnership পর্যায়ে উন্নীত হয়েছে। জাপান বর্তমানে পৃথিবীর অন্যতম অর্থনৈতিক শক্তিধর দেশ এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার এবং বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগের অন্যতম উৎস হলো জাপান। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও ভৌত অবকাঠামো বিনির্মাণে জাপানের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাবিদ্যুৎ ও জ্বালানী খাতশিল্পায়ন প্রক্রিয়ায় জাপান তাদের সহযোগিতা ক্রমান্বয়ে সম্প্রসারণ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর সফর কালে দুই দেশের মধ্যে আড়াই বিলিয়ন ডলার সমমূল্যের ৪০ তম অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স (ওডিএচুক্তি স্বাক্ষরিত হবে যা গত বছরের ওডিএ ‘র তুলনায় ৩৫ শতাংশ বেশি।

৪০ তম ODA প্যাকেজের আওতায় যে প্রকল্পগুলো নেয়া হয়েছে তা হলোঃ

a)         Matarbari Port Development Project (1)

b)         Dhaka Mass Rapid Transit Development Project (Line 1)

c)         Foreign Direct Investment Promotion Project (II)

d)         Energy Efficiency and Conservation Promotion Financing Project (Phase-2)

e)        Matarbari Ultra Super Critical Coal-Fired Power Project (V)

 

০৮।     মাননীয় প্রধানমন্ত্রীর এ সফর দু’দেশের মধ্যে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক দৃঢ়তর করার পাশাপাশি জ্বালানী, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, মানব সম্পদ উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পর্যটন ও কারিগরি সহায়তা ইত্যাদি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে বিশেষ অবদান রাখবে।

আপনাদের সবাইকে ধন্যবাদ।

2019-05-26
Download