Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 22nd February 2023
Press Release

কেনিয়ার রাজধানী নাইরোবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

 

নাইরোবিঃ ২১ ফেব্রুয়ারি ২০২৩ঃ

 

বাংলাদেশ হাই কমিশন, নাইরোবি আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় সকাল ও সন্ধ্যায় নানা বরণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করে। প্রভাতী অধিবেশনে হাই কমিশনার জনাব তারেক মোহাম্মদ দূতাবাসের সকল কর্মকর্তা/কর্মচারির উপস্থিতিতে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। ভাষা শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালনের পর এ উপলক্ষ্যে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। ভাষা আন্দোলনের রফিক, শফিক, সালাম, বরকতসহ সকল বীর শহীদ, জাতির পিতা ও তাঁর পরিবারবর্গ এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। হাই কমিশনার তাঁর বক্তব্যে ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য উল্লেখ করেন। তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃত লাভে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ভূমিকা তুলে ধরেন।

 

পরবর্তীতে হাই কমিশনার তারেক মোহাম্মদ নাইরোবিস্থ United States International University of Africa (USIUA) ও The United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) কর্তৃক যৌথ উদ্দ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। হাই কমিশনার তার নিবন্ধে ভাষা আন্দোলনের আন্তর্জাতিকিকরণে বাংলাদেশের অগ্রণী ভূমিকা তুলে ধরেন। এসময় কেনিয়া সরকারের কালচারাল ও হেরিটেজ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, সংবাদমাধ্যমকর্মী, ছাত্র শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গনে ভাষা আন্দোলনের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। দূতাবাসের আমন্ত্রণে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক, সাংবাদিক, পেশাজীবী এবং প্রবাসী বাংলাদেশীগণ অংশগ্রহণ করেন। ভাষা আন্দোলনের তাৎপর্য থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের মুক্তির প্রয়াসে স্বাধীণতা লাভ ও আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পাওয়ার ঘটনাকে একটি গীতি-চিত্র-নাট্যের মাধ্যমে উপস্থাপন করা হয়। প্রবাসী ও শিশু শিল্পিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

 

হাই কমিশনার তাঁর বক্তব্যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবিস্মরণীয় অবদান এবং ১৯৭৪ সালে জাতিসংঘে তাঁর বাংলা ভাষায় বক্তব্য দেয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর সাধারণ পরিষদে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।

 

পরিশেষে উপস্থিত সকলের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

2023-02-21
Download