মানামা, বাহরাইন, ১০ নভেম্বর ২০২৩:
গতকাল ০৯ নভেম্বর ২০২৩ তারিখে বাংলাদেশ দূতাবাস, মানামার আয়োজনে স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে বাহরাইনের ডানা মলের প্রসিদ্ধ ইপিক্স (EPIX) সিনেমা হলে ‘মুজিবঃ একটি জাতির রুপকার’ চলচ্চিত্রটি প্রর্দশন করা হয়। এ চলচ্চিত্রটি দেখতে ২৫০ জন উপস্থিত হন যেখানে বিদেশীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাহরাইনে কর্মরত ভারত, চীন, তুরস্ক, নেপাল, দক্ষিণ কোরিয়া, লেবাননের রাষ্ট্রদূতগণসহ বিদেশস্থ দূতাবাসের প্রায় অর্ধশত কূটনৈতিকগণ এ চলচ্চিত্র উপভোগ করেন। এছাড়া, বাহরাইন পররাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ অনেক সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আরো উল্লেখ্য, এ দেশের স্বনামধন্য ব্যবসায়ী, দেশী-বিদেশী সাংবাদিকবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বাহরাইনে বসবাসরত বাংলাদেশী প্রবাসীগণ এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ ‘মুজিবঃ একটি জাতির রুপকার’ চলচ্চিত্রটি হলে বসে একত্রে উপভোগ করেন।
চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ.কে.এম. মহিউদ্দিন কায়েস ‘মুজিবঃ একটি জাতির রুপকার’ চলচ্চিত্রটি দেখার পর সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে অনুভূতি প্রকাশকালে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকাল, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং দেশের জন্য তাঁর ত্যাগ-তিতিক্ষা তা এই চলচ্চিত্রটির মাধ্যমে নির্মোহভাবে ফুটে উঠেছে। দূতাবাসের এ আয়োজনের মাধ্যমে বিদেশীরা বাংলাদশের ইতিহাস এবং জাতির পিতার অবদান সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন। তিনি সপ্তাহব্যাপী চলমান এ চলচ্চিত্রটি সবাইকে সপরিবারে দেখার অনুরোধ জানান।
রাষ্ট্রদূতগণসহ উপস্থিত বিদেশীরা চার্জ দ্যা অ্যাফেয়ার্স মহিউদ্দিন কায়েসকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘মুজিবঃ একটি জাতির রুপকার’ চলচ্চিত্রটি দেখার মাধ্যমে তারা বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে অনেককিছু নতুন করে জানতে পেরেছেন। দেশী-বিদেশী সকলেই এ চলচ্চিত্রটি দেখতে পেরে তারা খুবই আনন্দিত এবং তারা বাংলাদেশ দূতাবাসের ব্যতিক্রমধর্মী এ রকম সুন্দর আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।