বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এম শাহজাহান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি।
আজ (বৃহস্পতিবার) এক শোক বার্তায় তিনি মরহুম শাহজাহান মিয়ার রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এম শাহজাহান মিয়া অত্যন্ত প্রতিভাবান এবং দেশপ্রেমিক সাংবাদিক ছিলেন। সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত দক্ষতা ও একাগ্রতা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয়। তাঁর মৃত্যুতে দেশের সাংবাদিকতা জগতের অপূরণীয় ক্ষতি হলো। মুক্তিযুদ্ধেও তাঁর অসামান্য অবদান রয়েছে।
উল্লেখ্য, বুধবার রাতে এম শাহজাহান মিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।