Wellcome to National Portal
  • ministry1
Text size A A A
Color C C C C

Last updated: 12 June 2022
Press Release

তুরস্কে তিনদিন ব্যাপী “প্রথম অর্থনৈতিক কূটনৈতিক সিম্পোজিয়াম” অনুষ্ঠীত

5

2

 

১১ জুন ২০২২, আংকারাঃ

 

আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে “প্রথম অর্থনৈতিক কূটনৈতিক সিম্পোজিয়াম” ০৯ জুন ২০২২ তারিখে শুরু হয়ে ১১ জুন ২০২২ তারিখে সমাপ্ত হয়। সমাপনী দিবসের শুরুতে মান্যবর রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান, এনডিসি আলোচকদের অর্থনৈতিক কূটনীতির বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য আহবান জানান।

 

অনুষ্ঠানের প্রধান বক্তা বিজিএমইএ-এর প্রেসিডেন্ট ফারুক হাসান জুম এ্যাপসের মাধ্যমে যুক্ত হয়ে অর্থনৈতিক কূটনীতির অংশ হিসাবে নিটওয়ার, টেক্সটাইল ও গার্মেন্টস ইন্ডাসট্রির ভূমিকা, তুরস্কের এরসিস বিশ্ববিদ্যালয়ের প্রভাষক শেখ তারকিশ ইসলাম পাভেল বাংলাদেশের উন্নয়নে চিকিৎসা বিজ্ঞান ও গবেষণার প্রভাব,  ইস্তাম্বুল ইলডিজ টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর এ.এফ.এম শাহেন শাহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রযুক্তির ব্যবহার, কনিয়া ডেইক-এর প্রাক্তন প্রেসিডেন্ট এরডিল ছিনমিস একজন ব্যবসায়ী হিসাবে বাংলাদেশ ভ্রমনের অভিজ্ঞতা, স্পেন থেকে জুম এ্যাপসের মাধ্যমে ব্যারিস্টার মোর্শেদ মান্নান ব্লক চেইন ও ক্রিপ্টো কারেন্সি-এর উপর আলোকপাত করেন।

 

সমাপনি বক্তব্যে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর অবদান এবং  বাংলাদেশের চলমান উন্নয়ন ধারা অব্যাহত রাখায় তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের ভৌগলিক কৌশলগত গুরুত্ব, সাম্প্রতিক সময়ের আর্থ-সামাজিক অর্জন এবং আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের উন্নয়নের স্বীকৃতি সম্পর্কেও আলোচনা করেন। তিনি বাংলাদেশ ও তুরস্কের মাঝে বিদ্যমান উষ্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো সম্প্রসারণের  জন্য উভয় পক্ষের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশের চলমান উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়ে  বিদ্যমান বাণিজ্য বান্ধব পরিবেশের সুযোগ নেবার জন্য তিনি তুর্কি ব্যবসায়ীদের আহ্বান জানান। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় তুরস্কে বসবাসরত বাঙালীদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মত। সদ্য সমাপ্ত সিম্পোজিয়ামের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মাঝে ব্যাবসা-বাণিজ্য সম্প্রসারনে নতুন নতুন দিগন্তের উন্মোচন হবে এই আশাবাদ ব্যক্ত করে ০৩ দিন ব্যাপী “প্রথম অর্থনৈতিক কূটনৈতিক সিম্পেজিয়াম”-এর সমাপ্তি ঘোষনা করা হয়।

2022-06-11
Download