তাসখন্দ, ২৯ সেপ্টেম্বর ২০২৩:
বাংলাদেশের রাষ্ট্রদূত ড.মোহাম্মদ মনিরুল ইসলাম ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে উজবেকিস্তানের উপ পররাষ্ট্র মন্ত্রী বাখরমজন অ্যালোএভ এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন।উভয়ই বাংলাদেশ- উজবেকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা, অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিশদভাবে আলোচনা করেন৷
বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে আলাপকালে উজবেকিস্তানের উপ পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রদূতের কর্মকালীন সময়ে তাঁর কূটনৈতিক মিশনের সার্বিক সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর কাছে তাঁর ব্যক্তিগত শুভেচ্ছা ও অভিনন্দন পৌছে দিতে অনুরোধ করেন। তিনি বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উপর জোর গুরুত্ব আরোপ করেন এবং এ লক্ষ্যে প্রস্তাবিত রোড ম্যাপ বাস্তবায়নের জন্য দু'পক্ষের প্রচেষ্টাকে আরো বেগবান কারার আহ্বান জানান৷ তিনি মে' ২০২৩ মাসে তাঁর বাংলাদেশ সফর অত্যন্ত ফলপ্রসু হয়েছে বর্ণনা করে আগামী দিনে বাংলাদেশের সাথে ব্যবসা-বানিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন, বিশেষ করে তৈরী পোষাক ও ওষুধ শিল্প খাতে অপার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রদূত তৈরী পোশাক ঔষধ শিল্প, কৃষি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশ ও উজবেকিস্থানের মধ্যেকার বিদ্যমান সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উপ পররাষ্ট্র মন্ত্রীর সমর্থন কামনা করেন৷ রাষ্ট্রদূত বাংলাদেশে উজবেকিস্তানের দূতাবাস স্থাপন এবং ঢাকা- তাসখন্দ সরাসরি ফ্লাইট পুনরায় চালুকরণ এর বিষয়ে উজবেক উপ পররাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অভিমত প্রকাশ করেন তা দু'দেশের সম্পর্কে নতুন গতি ও মাত্রা যোগ করার পাশাপাশি দু'দেশের জনগনের মধ্যেকার বন্ধুত্ব, বোঝাপোড়া ও যোগাযোগকে আরো শক্তিশালী করতে কার্যকরী ভূমিকা রাখবে। দু'দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক তিন দশকের বেশি সময় অতিক্রান্ত হয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত ড. ইসলাম দু'দেশের মধ্যে সর্ব্বোচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক সফর আয়োজনের প্রয়োজনীয়াতার উপর আলোকপাত করেন এবং এ বিষয়ে উজবেকিস্তান উপ পররাষ্ট্র মন্ত্রীর সহায়তা কামনা করেন ৷
উজবেক উপ পররাষ্ট্র মন্ত্রী উল্লিখিত বিষয়ে সহযোগীতার ব্যাপারে ইতিবাচক সাড়া প্রদান করেন৷