ঢাকা, ২৮ নভেম্বর ২০২০:
ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং (Dr. Lotay Tshering) পররাষ্ট্রমন্ত্রী ড.এ. কে. আব্দুল মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
গতকাল পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক বার্তায় ভুটানের প্রধানমন্ত্রী ড. মোমেনের করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। যথাযথ চিকিৎসার মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দ্রত আরোগ্য লাভ করে তাঁর গুরুদায়িত্ব পুনরায় শুরু করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন ড. লোটে শেরিং।
ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ড. টান্ডি দর্জি (Dr. Tandi Dorji) পৃথক এক বার্তায় ড. মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেন।
এছাড়া ভুটানের পররাষ্ট্র সচিব Kingya Singya বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনকে লেখা এক বার্তায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।