ঢাকা, ১৫ আগস্ট ২০২০:
বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীরের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের শিল্পকলায় মুর্তজা বশীরের অবদান অবিস্মরনীয়। প্রখ্যাত ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীর ছিলেন বিমূর্ত ধারার চিত্রকলার অন্যতম পথিকৃৎ। তাঁর অবদান এদেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে।
পররাষ্ট্রমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।