Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 31st August 2023
Press Release

উজবেকিস্তানের রাষ্ট্রপতির নিকট নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম কর্তৃক পরিচয়পত্র পেশ

 

তাসখন্দ, ৩১ আগষ্ট ২০২৩:

 

উজবেকিস্তানে বাংলাদেশের নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম ৩০ আগষ্ট ২০২৩ তারিখে রাষ্ট্রপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সে দেশের মহামান্য রাষ্ট্রপতি শাভকত মিরোমনোভিচ মিরযিইয়োইয়েভ এর নিকট তাঁর পরিচয়পত্র পেশ করেন।

 

এ উপলক্ষ্যে রাষ্ট্রদূতের সাথে আলাপকালে উজবেকিস্তানের রাষ্ট্রপতি বাংলাদেশকে  দক্ষিণ এশিয়া ও মুসলিম বিশ্বের মধ্যে দ্রুত অগ্রসরমান দেশ হিসেবে উল্লেখ করে বাংলাদেশকে উজবেকিস্তানের অন্যতম কৌশলগত অংশীদার হিসেবে অভিহিত করেন। উজবেকিস্তানের রাষ্ট্রপতি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাঁর ব্যক্তিগত শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দিতে অনুরোধ করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রণীত ”রুপকল্প - ২০৪১” এর প্রশংসা করেন এবং বাংলাদেশের সাথে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতি  তৈরী পোশাক, ওষুধ শিল্প, কৃষি ও পর্যটন খাতে বাংলাদেশের সাথে উজবেকিস্তানের বানিজ্যিক সম্পর্ক সম্প্রসারনের পাশাপাশি বিনিয়োগ ক্ষেত্রে যৌথ প্রকল্প গ্রহনের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। তিনি যোগ করেন যে,এখন সময় এসেছে দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর আয়োজন করার ।  

 

রাষ্ট্রদূত ড. ইসলাম উজবেকিস্তানের রাষ্ট্রপতিকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক অভিন্দন ও শুভকামনা পৌছে দেন এবং তাঁকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য ও অর্জনের কথা তুলে ধরে রাষ্ট্রদূত দু’দেশের মধ্যে বিরাজমান ভাতৃপ্রতিম সম্পর্কের সকল ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসায়িক, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন ক্ষেত্রে যে অফুরান সুযোগ রয়েছে তা আরো অর্থবহ করতে কার্যকরী ভ’মিকা রাথবেন বলে আশাবাদ প্রকাশ করেন। তিনি দু’দেশের জনগনের  মধ্যোকার বন্ধুত্ব ও বোঝাপড়াকে আরো গভীর ও শক্তিশালী করার বিষয়েও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

উজবেকিস্তানের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রদূতকে অভিনন্দিত করেন এবং তাঁর কর্মকালীন সময়ে কূটনৈতিক মিশনের সার্বিক সাফল্য কামনা করেন ।

2023-08-31
Download