Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 14th June 2023
Press Release

বাংলাদেশ দূতাবাস, স্টকহোম কর্তৃক সুইডেনে বাংলাদেশী আম উপহার হিসেবে প্রেরণ

১৩ জুন, ২০২৩:

 

বাংলাদেশের আম বহির্বিশ্বে পরিচয় করিয়ে  দেবার এবং অর্থনীতিতে সুফল বয়ে আনার লক্ষ্যে এবং বিভিন্ন অংশীদার দেশের সাথে সম্পর্ক উন্নয়নকল্পে বাংলাদেশ সরকার কর্তৃক চালুকৃত ‘আম কূটনীতি’-এর অংশ হিসেবে সুইডেনস্থ বাংলাদেশ দূতাবাস, সুইডেনের মহামান্য রাজা, প্রধানমন্ত্রী, সংসদের স্পীকার, সংসদীয় সদস্য ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পাশাপাশি সুইডেনে অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকদের হিমসাগর আম উপহার হিসেবে বিতরণ করে। শুভেচ্ছা হিসেবে এবং বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বন্ধুত্বের বহি:প্রকাশ স্বরূপ বাংলাদেশ দূতাবাস এই আম বিতরণ করে।

 

ফলের রাজা হিসেবে পরিচিত আম একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল, যা সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে জন্মে। আম বিতরণ সুইডেনের জন্য বাংলাদেশের বিচিত্র স্বাদ অনুভব করার এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত করার একটি চমৎকার সুযোগ হিসেবে কাজ করবে বলে আশা করা যায়। এছাড়া বিভিন্ন দেশের দূতাবাস সমূহে আম প্রেরণের মাধ্যমে বাংলাদেশে উৎপাদিত আমের গুণাগুণ ও বিভিন্ন দিক বিশ্বের বিভিন্ন দেশের কাছে তুলে ধরা সম্ভবপর হয়েছে।

 

রাষ্ট্রদূত জনাব মেহ্‌দী হাসান এক বিবৃতিতে বলেছেন, "আমরা সুইডেনে আমাদের সম্মানিত অংশীদারদের কাছে বাংলাদেশের গর্ব ও গৌরব, আম উপহার হিসেবে দিতে পেরে আনন্দিত। এই উপহার আমাদের কূটনৈতিক সম্পর্কে একটি নতুন ধাপ যোগ করবে এবং আমাদের পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে বলে আমি বিশ্বাস করি।"

 

বাংলাদেশ দূতাবাস মনে করে যে উপহার হিসেবে আম বিতরণ বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বন্ধনকে আরো শক্তিশালী করবে, দুদেশের অর্থনৈতিক বন্ধন সুদৃঢ় করবে, কৃষিজ পণ্যের বাজার সম্প্রসারণের দ্বার উন্মোচন হবে এবং ভবিষ্যতে আরও সহযোগিতার প্রতীক হিসেবে কাজ করবে।

2023-06-13
Download