ঢাকা, ০৯.০৪.২০১৯:
সিলেট মহিলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট মহিলা সংস্থার চেয়ারম্যান এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য রুবি ফাতিমা ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি। তিনি শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
যুক্তরাষ্ট্রের ওয়শিংটনে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী এক শোক বার্তায় বলেন, রুবি ফাতিমা ইসলামের মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো। তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সাবেক এমপি হাবিবুর রহমনের কন্যা রুবি ফাতিমা চলে যওয়ায় আওয়ামী লীগের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।