Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 1st November 2020
Press Release

পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভূটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 

ঢাকা, ২৯ অক্টোবর ২০২০:

 

ভূটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিল গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় (Rinchen Kuentsyl) পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎকালে করেন।

 

এসময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও ভুটানের মাঝে বাণিজ্য বৃদ্ধিসহ অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। ভুটানের সাথে বাংলাদেশের শীঘ্রই অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর(Preferential Trade agreement) হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। এটা হবে বাংলাদেশের সাথে কোন দেশের প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি।

 

পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ভুটানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে লেখাপড়া করায় আমরা গর্ববোধ করি। বর্তমানে বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজে গত ৫ বছর ধরে প্রতিবছর ভুটানের ১৫ জন ছাত্র-ছাত্রী লেখাপড়া করার সুযোগ পাচ্ছে।এছাড়াও বেসরকারি মেডিকেল কলেজে ভুটানের অনেক ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। ড. মোমেন বলেন, বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষা ব্যবস্থাও উন্নতমানের।

 

দু’দেশের মধ্যে সড়ক যোগাযোগ চালুর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।বাংলাদেশের তথ্য প্রযুক্তিতিতে দক্ষ ব্যক্তিরা ভুটানকে সহযোগিতা করতে পারবে বলে তিনি উল্লেখ করেন।করোনা মোকাবিলায় উভয় দেশ একসাথে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ড. মোমেন।

 

এসময় ড. মোমেন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানের জন্য ভুটানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভূটান কর্তৃক বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দু’দেশের যৌথ অনুষ্ঠানের আয়োজনের বিষয়কেও পররাষ্ট্রমন্ত্রী স্বাগত জানান।

2020-10-29
Download