মে ০২, ২০২২:
ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে কূটনীতিক, ব্রাজিলীয় মুসলিম এবং বাংলাদেশ কম্যিঊনিটির সদস্যদের সাথে নিয়ে আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়। সকাল ৯টায় দূতাবাস প্রাঙ্গনে ঈদের জামাতের মধ্য দিয়ে এ উদযাপনের সূচনা হয়। রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা ঈদ জামাতে যোগদান করেন। ঈদের জামাতের খুতবার পর পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এরপর বঙ্গবন্ধু, ১৫ আগষ্টে নির্মম হত্যাকান্ডে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ এবং মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকলের আত্মার মাগফেরাত এবং বাংলাদেশের ক্রমঅগ্রসরমান আর্থ-সামাজিক উন্নয়নের অব্যাহত অগ্রযাত্রা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। ঈদের জামাতে নারীদের জন্য পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়।
ঈদের নামাজ শেষে রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে অভ্যাগতদের সম্মানে ঈদের ঐতিহ্যবাহী মিষ্টান্ন ও খাবার পরিবেশন করা হয়।