শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২:
১৮ নভেম্বর ২০২২ তারিখে সুইডেনস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ কমিউনিটির এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । অনাড়ম্বর এ সভায় দূতাবাসের সকল কর্মকর্তা এবং সুইডেনে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
মান্যবর রাষ্ট্রদূত জনাব জনাব মেহ্দী হাসান তাঁর বক্তব্যের শুরুতে বাংলাদেশ কমিউনিটির সদস্যদের স্বাগত জানান। রাষ্ট্রদূত এরপর সুইডেনস্থ বাংলাদেশ দূতাবাসের সার্বিক কার্যক্রম এবং বাংলাদেশের অর্জন ও সাম্প্রতিক আর্থ-সামাজিক পরিস্থিতি সম্পর্কে আলোকপাত করেন। অন্যান্য বিষয়ের মধ্যে বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রা রিজার্ভ এবং ব্যাংকিং বিষয়ে বিভিন্ন অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকতেও রাষ্ট্রদূত কমিউনিটির সদস্যদের আহবান জানান। সুইডেনে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম আরো ফলপ্রসূ করতে, বিশেষ করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে করণীয় সম্পর্কে রাষ্ট্রদূত বাংলাদেশ কমিউনিটির সদস্যদের সাথে উন্মুক্ত আলোচনা করেন।
আলোচনা পর্বে উপস্থিত কমিউনিটি সদস্যবৃন্দ তাঁদের আলোচনায় সুইডেনে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে তাদের মতামত তুলে ধরেন। কমিউনিটি সদস্যরা শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্যিক ও অন্যান্য ক্ষেত্রে সুইডেনের সাথে বাংলাদেশের কর্মপরিধি বৃদ্ধিতে দূতাবাসের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। রাষ্ট্রদূত কমিউনিটি সদস্যদের বিভিন্ন মতামতকে স্বাগত জানান এবং দূতাবাসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি জানান।
আমন্ত্রিত অতিথিদেরকে আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।