বাগদাদঃ ২৬ মার্চ ২০২৩:
ইরাকের রাজধানী বাগদাদে যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বসহ নানা আয়োজনের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ পালন করেছে বাংলাদেশ দূতাবাস। রবিবার দিবসের প্রথমভাগে দূতাবাস প্রাঙ্গণে মিশনের সকল কর্মকর্তা-কর্মচারীসহ জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ ফজলুল বারী।
সন্ধ্যায় বাগদাদের আল-মানসুর হোটেলে ইরাকে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধি, সংসদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রবাসীদের জন্য জাতীয় দিবস উপলক্ষ্যে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র উপমন্ত্রী জনাব মোহাম্মাদ হুসাইন মোহাম্মাদ বাহার আল উলুম। রাষ্ট্রদূত মোঃ ফজলুল বারী তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি উল্লেখ করেন, আরব বিশ্বের মধ্যে ইরাক সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি জানায়। এজন্য ধন্যবাদ জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভ্রাতৃপ্রতীম মুসলিম দু’দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশের কথা তুলে ধরেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশ ও ইরাকের ৫০ বছরের ঐতিহাসিক সম্পর্ক, ইরাক প্রথম মুসলিম দেশ হিসেবে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি ও ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইরাক সফরের কথা উল্লেখ করেন। ইরাকি জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকার ও জনগণকে স্বাধীনতা দিবসে অভিনন্দন জানান। অনুষ্ঠানস্থলে বাংলাদেশী কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরে দেশের পণ্যসামগ্রীর একটি অস্থায়ী প্রদর্শনী কেন্দ্র খোলা হয়।
জাতীয় দিবসের অনুষ্ঠানস্থলে আরবীতে অনুবাদকৃত দূতাবাস কর্তৃক প্রকাশিত “ফেস্টিভালস অফ বাংলাদেশ” শিরোনামের একটি সচিত্র গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। ইরাকে বাংলাদেশের কৃষ্টি ও ঐতিহ্যের উপর প্রকাশিত এই গ্রন্থকে স্বাগত জানানো হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানে দেশ ও জনগণের অব্যাহত অগ্রগতি ও শান্তি কামনা করে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।