Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 20th December 2022
Press Release

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ “আন্তর্জাতিক অভিবাসী দিবস - ২০২২” উদ্যাপন

 

১৯ ডিসেম্বর ২০২২:

 

“থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ” - এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২ উদ্যাপন করা হয় । দিনের শুরু থেকেই কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তাসহ আগত সেবা প্রার্থীদের অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর  বাণী পাঠ করা হয়। 

 

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় রাষ্ট্রদূত কনস্যুলেটে আগত সকল সেবাপ্রার্থীকে আন্তর্জাতিক অভিবাসী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য রাষ্ট্রদূত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। নিউইয়র্ক কনস্যুলেট কর্তৃক প্রদত্ত কনস্যুলার ও কল্যাণ সেবার সংখ্যা ও মানের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে  যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটসমূহ প্রবাসীদের দ্রুত সেবা প্রদানে সচেষ্ট ও বদ্ধপরিকর বলে তিনি মন্তব্য করেন। সরকারের প্রবাসী বান্ধব নীতি ও কার্যক্রমের বর্ণনা দিয়ে তিনি সকলকে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করেন।

 

শুভেচ্ছা বক্তব্যে কনসাল জেনারেল ড. ইসলাম বলেন,  অভিবাসীরা বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল করার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি কনস্যুলেটে আগতদের আন্তর্জাতিক অভিবাসী দিবসের অভিনন্দন  জানিয়ে বৈধ চ্যানেলে  বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের আহবান জানান। বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনার বিষয়ে তিনি সকলকে অবহিত করেন। দেশের অব্যাহত অগ্রযাত্রা ও সমৃদ্ধির লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।  অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সোনালী এক্সচেঞ্জের সিইও দেবশ্রী মিত্র।

 

আগত সেবাপ্রার্থীরা কনস্যুলেটের সেবায় তাঁদের সন্তুষ্টি প্রকাশ করে এ বিশেষ আয়োজনের  জন্য কনস্যুলেটকে ধন্যবাদ জানান। হালকা আপ্যায়নের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

2022-12-19
Download