ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২১:
একশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাংস্কৃতিক অঙ্গনে এ টি এম শামসুজ্জামানের অবদান বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে। অত্যন্ত জনপ্রিয় এ অভিনেতার মৃত্যুতে জাতি নাট্যাঙ্গনের এক উজ্জল নক্ষত্রকে হারালো।
ড. মোমেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।