Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 30th September 2020
Press Release

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় রিটেইলার লুলু হাইপার মার্কেট ও বাংলাদেশি শীর্ষস্থানীয় রপ্তানিকারকদের মতবিনিময় সভা

 

ঢাকা৩০ সেপ্টেম্বর, ২০২০: 

 

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মধ্যপ্রাচ্যের  শীর্ষস্থানীয় চেইন সুপারমার্কেট লুলু হাইপারমার্কেট ও বাংলাদেশের শীর্ষস্থানীয় রপ্তানিকারকদের মধ্যে ২৯ সেপ্টেম্বর আড়াই ঘন্টাব্যাপী একটি ওয়েব সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

 

মতবিনিময় সভায় দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোঃ রবিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ  নজরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ.এইচ.এম আহসান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন লুলু হাইপার মার্কেট বাহরাইনের পরিচালক যুযের রুপাওয়ালা। উদ্বোধনী সেশনে আরো অংশগ্রহণ করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ আব্দুর রহিম খান।

 

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে রাষ্ট্রদূত ড: নজরুল বাহরাইনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে তার পরিকল্পনার কথা ব্যক্ত করেন এবং দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় লুলু গ্রুপের পরিচালক রুপাওয়ালা রাষ্ট্রদূতের এই ব্যতিক্রমী আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি উল্লেখ করেন যে এরকম উদ্যোগ অনেকদিন ধরেই বিশেষভাবে অপেক্ষমান ছিল, যার অবসান হয়েছে রাষ্ট্রদূতের গৃহীত উদ্যোগে । তিনি বাংলাদেশ থেকে সম্ভাবনাময়, মানসম্পন্ন পণ্য আমদানিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ইপিবি-র ভাইস চেয়ারম্যান এ.এইচ.এম আহসান বাহরাইনের সম্ভাবনাময় বাজারকে মধ্যপ্রাচ্যের প্রবেশদ্বার উল্লেখ করে আশাবাদ ব্যক্ত করেন  যে, গুণগত মানে ও আকর্ষণীয় দামে বাংলাদেশের পণ্য পৃথিবীর অন্যান্য জায়গার মতো বাহরাইনের বাজারেও অচিরেই বিশেষ অবস্থান দখল করে নেবে।

 

অনুষ্ঠানের মূল পর্বে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদের পক্ষে অংশগ্রহণ করেন প্রাণ এগ্রো, স্কয়ার ফুড এন্ড এগ্রো, বাংলা ফুড এন্ড বেভারেজ, এ.এম.জি.এস, হা-মীম গ্রুপ, স্কয়ার টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস, ই এস গ্রুপ, এপেক্স ফুটওয়্যার, হাতিল ফার্নিচার, ওয়ালটন ইলেকট্রনিক্স, আলম ফাইবার ও আর এফ এল গ্রুপ। তারা প্রত্যেকেই নিজেদের কোম্পানির পাওয়ার পয়েন্ট ও ভিডিও প্রেজেন্টেশন করেন, যাতে লুলু হাইপার মার্কেট কর্তৃপক্ষ চমৎকৃত হয় এবং আমদানির পক্ষে ব্যাপক আগ্রহ প্রকাশ করে।

 

"মেইড ইন বাংলাদেশ"- স্লোগানকে সামনে রেখে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো আলোচনায় তাদের সম্ভাবনা, সক্ষমতা, ব্যবসায়িক সাফল্য ও পণ্যের পরিচিতি গুণগত মান তুলে ধরেন। 

 

লুলু গ্রুপের পক্ষে  প্রধান ক্রয় কর্মকর্তা মাহেশ, ও ইমপোর্ট ম্যানেজার রাজ্জাক বাংলাদেশি অংশগ্রহণকারীদের চমৎকার উপস্থাপনার জন্য ধন্যবাদ জানিয়ে দূতাবাসের মধ্যস্থতায় মানসম্পন্ন পণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ করেন ও সব ধরনের প্রক্রিয়াগত সহযোগিতার জন্য দূতাবাসকে অনুরোধ জানান। পরিচালক যুযের রুপা ওয়ালা আশাবাদ ব্যক্ত করেন যে দ্রুতই বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করা সম্ভব হবে। অনুষ্ঠানের শেষে কাউন্সেলর রবিউল ইসলাম সকল ব্যবসায়ীদেরকে পরবর্তী করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দানের পাশাপাশি দূতাবাস ও আমদানিকারক কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে অনুরোধ করেন।

2020-09-30
Download