Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 7th March 2023
Press Release

‘শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষ্যে ম্যানচেষ্টার সহকারী হাই-কমিশন কর্তৃক প্রথমবারের মতো ‘বই মেলা ও সাহিত্য’ সভা আয়োজন

 

০৫ মার্চ ২০২৩, ম্যানচেষ্টারঃ

 

অমর একুশে এবং স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সহকারী হাই-কমিশন, ম্যানচেষ্টার এর উদ্যোগে ০৫ মার্চ ২০২৩ তারিখ সকাল ১১ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ম্যানচেষ্টার আর্ট গ্যালারীতে প্রথম বারের মতো ‘বই মেলা  ও সাহিত্য সভা-২০২৩’ আয়োজন করা হয়েছে। দিনব্যাপী উক্ত বই মেলা ও সাহিত্য সভায় ভাষা আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধ নিয়ে বিভিন্ন রকমের বইয়ের মেলা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত বই মেলা ও সাহিত্য সভায় যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্বনামধন্য লেখক ও প্রকাশক বিশেষ করে বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার ভূষিত ডঃ শাহাদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পাশাপাশি যুক্তরাজ্য সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, মেয়র, জনপ্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সম্মানিত ব্রিটিশ-বাংলাদেশী নাগরিকগণ ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

 

মেলায় সমসাময়িক সাহিত্য বিষয়ে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাহিত্য উৎসাহী বৃটিশ-বাংলাদেশীরা দিনব্যাপী মেলায় বইয়ের বিভিন্ন দোকানসমূহ পরিদর্শন করেন এবং পছন্দের বই ক্রয় করেন। উক্ত বইমেলায় বাংলাদেশী সহকারী হাই-কমিশনের সাথে যুক্তরাজ্যের স্বনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান কৃষ্ণচূড়া সার্বিক সহযোগিতা প্রদান করেন। বই মেলা ও সাহিত্য সভার কিছু আলোকচিত্র এতদ্সঙ্গে সংযুক্ত করা হলো।

2023-03-05
Download