কায়রো, ১৪ ডিসেম্বর ২০২৩ঃ
মিসরস্থ বাংলাদেশ দূতাবাসে ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখ-এ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে দূতাবাসের বঙ্গবন্ধু কর্ণার কনফারেন্স রুমে ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালিত হয়। অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়।
দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিশেষ আলোচনা সভায় মান্যবর রাষ্ট্রদূত মিজ্ সামিনা নাজ প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা জ্ঞাপন করেন। আরও শ্রদ্ধা জ্ঞাপন করেন শহিদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধে শহিদ সকল মুক্তিযোদ্ধাদের। তিনি উল্লেখ করেন যে, এই দিনে দেশের খ্যাতনামা বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকান্ড ছিল জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি আরও বলেন, এই দিবসটি পালনের মধ্য দিয়ে আমরা তাদেরকে গভীরভাবে স্মরণ করছি এবং আমাদের জাতীয় জীবনে তাদের অবদান, ত্যাগ স্মরণ এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে পারছি। একটি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সুখী-সমৃদ্ধ, বঙ্গবন্ধুর স্পপ্নের ‘সোনার বাংলা’ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর সকল প্রচেষ্টায় তাঁর হাত-কে শক্তিশালী করতে তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভ‚মিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহিদ সদস্যবৃন্দ, মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ বুদ্ধিজীবীগণ এবং অন্যান্য শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।