ঢাকা, ১০.০১.২০২০ঃ
বাগেরহাট-৪ আসনের সাংসদ এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডা. মোজাম্মেল হোসেনের সাথে আমার ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠতা ছিল বাংলাদেশের স্বাধীনতা লাভের পূর্ব থেকে। তিনি অত্যন্ত দৃঢ় ব্যক্তিত্ব ও উন্নত হৃদয়ের অধিকারী ছিলেন । সাবেক প্রতিমন্ত্রী মোজাম্মেল হোসেন দলমত নির্বিশেষে সবার কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। সবাইকে নিয়ে চলার যে সংস্কৃতি তিনি চালু করেছিলেন তা অনুসরণীয়। তাঁর অবদান এদেশের মানুষ চিরদিন মনে রাখবে। ড. মোমেন বলেন, মোজাম্মেল হোসেন পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় আওয়ামী লীগের রাজনীতিতে যে শূণ্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়।