ঢাকা,১৪.০৫.২০২০:
সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেভ দ্য চিলড্রেনের শিশু মতামত জরিপের ওপর প্রতিবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি গোচর হয়েছে।
তথাকথিত জরিপটি মাত্র ১২১ শিশুকে ফোনে প্রশ্নোত্তরের মাধ্যমে পরিচালিত হয়েছে। এধরনের রিপোর্ট দেশের প্রায় সাড়ে ছয় কোটি শিশুকে প্রতিনিধিত্ব করে না এবং কোনভাবে দেশের সমগ্রিক পরিস্থিতির প্রতিফলন নয়। সীমিত পরিসরে পরিচালিত এ ধরনের জরিপ বিভ্রান্তিকর, যা দেশের প্রকৃত অবস্থা সম্পর্কে সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে। এ জরিপের Methodology সঠিক নয় এবং Sampling Framework ত্রুটিপূর্ণ। এতে গবেষণা পরিচালনায় গবেষকের ধারনার ঘাটতি প্রকাশিত হয়েছে এবং একই সাথে সেভ দ্য চিলড্রেন প্রতিষ্ঠানটির সুনাম ও গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে ফেলেছে।
এ বিষয়ে বাংলাদেশে সেভ দ্য চিলড্রেনের ভারপ্রাপ্ত প্রধানের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানতে চাওয়া হলে তিনি সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের জন্য আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেন।