Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 6th November 2023
Press Release

জাতীয় সংবিধান দিবস-২০২৩ উদযাপন

 

আবুধাবি, ০৪ নভেম্বর ২০২৩:

 

যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ দূতাবাস, আবুধাবির আয়োজনে জাতীয় সংবিধান দিবস উদযাপন করা হয়েছে।  উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামিয়া স্কুল, বাংলাদেশ বিমান, জনতা ব্যাংক লিঃ এর প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকগণ এবং বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনানো হয়। এরপর, এ দিবস উপলক্ষে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অতঃপর, উপস্থিত বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন। তারা যুদ্ধ-বিদ্ধস্ত দেশে অত্যন্ত স্বল্পসময়ে একটি সময়োপযোগী সংবিধান প্রণয়ন এবং কার্যকর করায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভূয়সী প্রশংসা করেন।   

 

মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ দেশমাতৃকার স্বাধীনতার সংগ্রামে সফল হয়। বঙ্গবন্ধু দেশে ফিরে আসলে একটি স্বয়ংসম্পূর্ণ সংবিধান রচনার উদ্দেশ্যে ১০ এপ্রিল ১৯৯৭২ সালে ৩৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন যারা মাত্র ০৬ মাসের মধ্যে জাতিকে একটি খসড়া সংবিধান উপহার দেন যা ছিল পৃথিবীর ইতিহাসে একটি অভাবনীয় ঘটনা। তিনি আশা প্রকাশ করেন যে প্রজন্ম থেকে প্রজন্মন্তারে সংবিধানের শিক্ষা ছড়িয়ে পড়বে এবং সংবিধানের মূলনীতিসমূহ প্রতিষ্ঠার মাধ্যমে সংবিধানের প্রকৃত উদ্দেশ্য অর্জিত হবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ অচিরেই একটি উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে এই আশাবাদ ব্যক্ত করে তাঁর বক্তৃতা সমাপ্ত করেন।  সবশেষে, বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

2023-11-04
Download