ওয়ারশ, ০৫ আগস্ট ২০২৩:
পোল্যান্ডস্থ বাংলাদেশ দূতাবাস সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী মান্যবর রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন-এর সভাপতিত্বে যথাযোগ্য মর্যাদায় পালন করেন।
শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলোয়াত এর মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয় এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর জীবনীর উপর তৈরীকৃত প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়। উক্ত অনুষ্ঠানে পোল্যান্ডস্থ বাংলাদেশ কমিউনিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ক্রীড়াঙ্গনে তাঁর অবদানের বিষয়টি তুলে ধরেন।
মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন তারুণ্যের রোল মডেল। তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের ক্রীড়া জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি আমাদের মাঝে অনুপ্রেরণার উৎস হয়ে সদাজাগ্রত আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। সর্বশেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতীর উন্নয়নের জন্য বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আগত অতিথিতের মধ্যহ্ন ভোজে আপ্যায়নের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শেষ হয়।