জাকার্তা, ১৫ আগস্ট ২০২২:
বাংলাদেশ দূতাবাস, জাকার্তায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস মান্যবর রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জিইউপি, এনডিসি, পিএসসি মহোদয়ের সভাপতিত্বে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানটি হাইব্রিড ফরমেট (সরাসরি অংশগ্রহণ ও ভার্চুয়াল প্লাটফর্মে)-এ অনুষ্ঠিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১২ আগস্ট ২০২২ রোজ শুক্রবার জাতির পিতাসহ ১৫ আগস্ট ১৯৭৫ সালে নিহত সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে জাকার্তার মাজেলিস আরিয়াদ মাদ্রাসা-এর এতিম শিশুদের দিয়ে পবিত্র কোরআন খতম ও দোয়া করা হয়।
১৫ই আগস্ট ২০২২ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। পরবর্তীতে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী ও ইন্দোনেশিয়াস্থ বাংলাদেশ কমিউনিটির সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক অর্পণের পর জাতির পিতাসহ সকল শহিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে জাতীয় শোক দিবসের আলোচনা সভা শুরু হয়। উক্ত অনুষ্ঠানে ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যগণ অংশগ্রহণ করেন। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শুনানো হয়। ভার্চূয়াল অনুষ্ঠানের মাধ্যমে যোগদানকৃত বাংলাদেশি সুধীজন বঙ্গবন্ধুর স্মরণে এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে তাদের বক্তব্য তুলে ধরেন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর স্মরণে প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
মান্যবর রাষ্ট্রদূত মহোদয় তাঁর বক্তব্যে জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করে তাঁর আত্মত্যাগের মহিমা এবং দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ আমাদের কর্মের মাধ্যমে প্রতিফলিত করে সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান। সর্বশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির উন্নয়নের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠিনের সমাপ্তি ঘোষণা করা হয়।