হ্যানয়, ভিয়েতনাম ১৮ অক্টোবর ২০২৩:
“শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” প্রতিপাদ্য নিয়ে শেখ রাসেল দিবস-২০২৩ বাংলাদেশ দূতাবাস, হ্যানয়, ভিয়েতনাম-এ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। দিবসটি স্মরণ ও পালন উপলক্ষ্যে দোয়া ও প্রার্থনা, শেখ রাসেল-এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন, মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ, প্রামান্য চিত্র প্রদর্শনী, শেখ রাসেল এর স্মৃতিচারণ বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান, কেক কাটা এবং আপ্যায়নের আয়োজন করা হয়।
দিনটি পালন উপলক্ষ্যে ১৮ অক্টোবর ২০২৩ তারিখে দূতাবাসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ এবং তাঁদের পরিবারবর্গ, ভিয়েতনামে বসবাসরত প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষ্যে প্রথমেই শেখ রাসেল এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। স্মরণ সভার প্রারম্ভে শেখ রাসেলসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদ সদস্যগণসহ অন্যান্য শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এরপর দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। অতঃপর শেখ রাসেল-এর জীবনভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। শেষে উপস্থিত শিশু-কিশোরদের মধ্যে কেক কাটা ও বিতরণ করা হয়।
অবশেষে উপস্থিত অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।