ঢাকা, ০১. ১১. ২০২০ :
জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোস্তফা আল্লামার মৃত্যুতে
গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় জেনারেল এম এ জি ওসমানীর এপিএস হিসেবে মোস্তফা আল্লামা সব সময় তাঁর সাথে অবস্থান করতেন। তিনি অকৃত্রিম ও দৃঢ়চিত্রের ব্যক্তি ছিলেন। ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
মোস্তফা আল্লামা আজ সকালে যুক্তরাষ্ট্রের মিশিগানে মৃত্যুবরণ করেন।