Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 7th March 2019
Press Release

সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ৬-৭ মার্চ ২০১৯ তারিখে বাংলাদেশ সফর করবেন।

০৬ মার্চ ২০১৯, ঢাকা:

 

সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ৬-৭ মার্চ ২০১৯ তারিখে বাংলাদেশ সফর করবেন। সৌদি পাবলিক ইনভেষ্টমেন্ট ফান্ড (PIF) এবং সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (SFD) সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ছাড়াও সৌদি আরবের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি কোম্পানীর প্রতিনিধিসহ প্রায় পঁয়ত্রিশ জনের একটি প্রতিনিধিদল এ সফরে অন্তর্ভূক্ত থাকবেন।

 

সৌদি প্রতিনিধিদল ৭ মার্চ ২০১৯ তারিখ সকালে মাননীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের সাথে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী , পরিকল্পনা মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী,  শিল্পমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা,  বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অন্তর্ভূক্ত থাকবেন। এ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন অগ্রাধিকার খাতসমূহে সৌদি বিনিয়োগের বিষয়ে উপস্থাপন করা হবে। সৌদি প্রতিনিধিদল বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ এবং অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদেয় বিভিন্ন সুবিধা/প্রনোদনা, বিনিয়োগের ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জসমূহ ও এর প্রতিকার ইত্যাদি বিষয়ে মত বিনিময় করবেন। 

 

সৌদি প্রতিনিধিদল মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করবেন বলে আশা করা যাচ্ছে। এ সফরকালে বাংলাদেশে সৌদি বিনিয়োগ সংক্রান্ত একাধিক চুক্তি/ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। সৌদি প্রতিনিধিদল ৬ মার্চ রাতে বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছাবেন এবং দিনভর কর্মসূচী শেষে ৭ মার্চ রাতে ঢাকা ত্যাগ করবেন।

2019-03-06
Download