ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২১:
আশা’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মো. সফিকুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সফিকুল হক চৌধুরী আমার সহপাঠী ছিলেন। তিনি ছাত্রাবস্থা থেকে সবসময় জনবান্ধব ও মানুষের উপকারের কথা চিন্তা করতেন। তাঁর মৃত্যুতে আমি একজন ঘনিষ্ঠ বন্ধুকে হারালাম।
ড. মোমেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।