Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 4th November 2023
Press Release

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোমেটিক একাডেমির প্রতিনিধিদলের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন।

 

০১ নভেম্বর ২০২৩ খ্রি.

 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ডিপ্লোমেটিক একাডেমির একটি প্রতিনিধিদল ডিপ্লোমেটিক একাডেমি মিউজিয়ামের পরিচালক মিস. ফুরসোভা ইরিনা আলেকসিভনা এর  নেতৃত্বে গত ৩১ অক্টোবর ২০২৩ তারিখে রাশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করে। একাডেমিতে অধ্যয়নরত বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। দূতাবাসের কর্মকর্তাবৃন্দ পরিদর্শনে আগত প্রতিনিধিদলকে স্বাগত জানান। ডিপ্লোমেটিক একাডেমির প্রতিনিধিদলের পরিদর্শন উপলক্ষে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়।

 

রাশিয়ান ফেডারেশনে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত কামরুল আহসানের সভাপতিত্বে প্রতিনিধিদলের জন্যে একটি ব্রিফিং সেশনের আয়োজন করা হয়। উক্ত ব্রিফিং সেশনের শুরুতেই বাংলাদেশের উদীয়মান অর্থনীতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত বিভিন্ন সাফল্যের উপর তথ্যচিত্র প্রদর্শিত হয়। ব্রিফিং এ রাষ্ট্রদূত মহোদয় গভীর শ্রদ্ধাভরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ এবং স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদানকে স্মরণ করেন। বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তী সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ পুনর্গঠনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভূমিকার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তিনি বলেন যে, বঙ্গবন্ধুর সময়কালে বাংলাদেশ-রাশিয়ার মধ্যেকার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গোড়াপত্তন হয়েছিল, তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শাসনামলে এই সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্কের নতুন নতুন দ্বার উন্মোচিত হয়েছে। ২০১৩ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া সফরের কথা উল্লেখ করে তিনি আরও বলেন যে, উক্ত সফরে রাশিয়ার সাথে রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ সংক্রান্ত চুক্তি ছাড়াও শিক্ষা, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠার নানাবিধ উদ্দোগ নেয়া হয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সাম্প্রতিক বাংলাদেশ সফরের প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত দুই দেশের মধ্যেকার সহযোগিতার সম্পর্ক সুদৃঢ়করণে উভয় দেশের সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের আরও বেশি বেশি সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন। প্রানবন্ত প্রশ্ন-উত্তর পর্বের মধ্য দিয়ে ব্রিফিং সেশন শেষ হয়।

 

ব্রিফিং সেশন শেষে প্রতিনিধিদল দূতাবাসের ডিফেন্স উইং ও কমার্শিয়াল উইং পরিদর্শন করে। পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যগণ উইংসমূহের কার্যাবলী সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন। ডিফেন্স এ্যাটাশে এয়ার কমোডর মোহাম্মদ হাসানুজ্জামান এবং কমার্শিয়াল কাউন্সেলর জনাব মোল্লা সালেহীন সিরাজ নিজ নিজ উইং এর কার্যাবলী সম্পর্কে ধারণা দেন এবং পরিদর্শনকারী দলের সদস্যদের নানা প্রশ্নের জবাব দেন। পরিদর্শন শেষে প্রতিনিধিদলের প্রধান মিস. ফুরসোভা ইরিনা আলেকসিভনা দূতাবাসের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং উষ্ণ অভ্যর্থনা, আতিথেয়তা ও সার্বিক আয়োজনের জন্য মান্যবর রাষ্ট্রদূত ও দূতাবাসের সকল কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

2023-11-01
Download