কলম্বো, ১৮ অক্টোবর ২০২২:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শ্রীলংকায় বাংলাদেশ হাই কমিশনে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে “শেখ রাসেল দিবস” উদযাপন করা হয়েছে।
শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অতঃপর দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। পরবর্তীতে শহীদ শেখ রাসেল, জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদত বরণকারী অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ধারাবাহিক সুখ, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষ্যে শেখ রাসেলের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মুক্ত আলোচনা পর্বে হাই কমিশনার তারেক মো: আরিফুল ইসলাম শহীদ শেখ রাসেলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি শেখ রাসেলের মানবিক গুণাবলী সমূহ উপস্থিত শিশু কিশোরদের উদ্দেশ্য তুলে ধরেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে শেখ রাসেলের চেতনা লালন করার আহবান জানান।
এছাড়াও দিবসটি উপলক্ষ্যে শিশু ও কিশোর-কিশোরীদের অংশগ্রহণে শহীদ শেখ রাসেল এর উপর একটি চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অতঃপর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে শেখ রাসেলকে স্মরণ করে অংশগ্রহণকারীরা কবিতা, নাচ ও গান পরিবেশন করে। পরবর্তীতে উপস্থিত শিশুদের নিয়ে কেক কাটা হয় এবং অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষ্যে আয়োজিত উক্ত অনুষ্ঠানে শ্রীলংকাস্থ World Food Program এর প্রধান, বাংলাদেশ কমিউনিটি প্রতিনিধিবৃন্দ, মিশনের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, এবং শ্রীলংকান বিশিষ্টজন অংশগ্রহণ করেন।