ম্যানচেষ্টার, ০৮ আগস্ট ২০২৩ঃ
বাংলাদেশ সহকারী হাই-কমিশন, ম্যানচেষ্টারে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯৩-তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুষ্প অর্পন করা হয়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯৩-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বানী পাঠ করে শোনানো হয়। জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গমাতার কর্মময় জীবনের উপর স্বতস্ফূর্তভাবে আলোচনা ও প্রামাণ্য চিত্র প্রদর্শণ করা হয়।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর কর্মময় জীবন সম্বন্ধে স্মৃতিচারণ করে আলোচকরা বলেন, বাঙালি জাতির স্বাধিকার আন্দোলন ও মুক্তি সংগ্রামের নেপথ্যের কারিগর হিসেবে প্রতিটি পদক্ষেপে এবং স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে এই মহীয়সী নারী বঙ্গবন্ধুর পাশে থেকে সাহস যুগিয়েছেন এবং সক্রিয় সহযোগিতা করেছেন। তিনি আরো বলেন যে, দেশের স্বার্থে বঙ্গবন্ধুকে তার জীবনের সুদীর্ঘ ১৩ বছর কারাবন্দী থাকতে হয়েছে। বঙ্গবন্ধুর অবর্তমানে সেই কঠিন দিনগুলোতে তিনি ছিলেন দৃঢ় ও অবিচল। কঠিন বাস্তবতায় বঙ্গমাতা একাই সংসারের ভার বহন করেছেন, ছেলেমেয়েদের শিক্ষার ব্যবস্থা করেছেন এবং দলকে সাংগঠনিকভাবে পরিচালিত করেছেন। ৬ দফা ও ১১ দফার আন্দোলন এবং পরিশেষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ভয়াবহ অনিশ্চিত সময়ে সংসার এবং রাজনৈতিক দল পরিচালনায় সীমাহীন ধৈর্য, সাহস ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। বাঙ্গালী জাতির অধিকার আদায়ের সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন যোগ্য ও বিশ্বস্ত সহচর এবং বাঙ্গালীর মুক্তিসংগ্রামের সহযোদ্ধা হিসাবে তিনি ছিলেন বাঙ্গালীর মুক্তি সংগ্রামে অন্যতম এক নেপথ্য কারিগর। তার অপরিসীম ত্যাগ, সহযোগিতা ও বিচক্ষণতার কারণে জাতি তাকে ‘বঙ্গমাতা’ উপাধিতে ভ‚ষিত করেছে। দেশ ও জাতির জন্য তার এই অপরিসীম ত্যাগ, অসামান্য অবদান প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে শ্রদ্ধা, ভালোবাসায় ও আন্তরিকতায়।
অনুষ্ঠানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং ১৫ই আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।