Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 1st November 2023
Press Release

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমেদ, এমপি বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন

 

মানামাবাহরাইন২৭ অক্টোবর ২০২৩:

 

গত ২৭ অক্টোবর ২০২৩ তারিখে স্থানীয় সময় বেলা ১১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমেদ, এমপি বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। মন্ত্রী মহোদয় দূতাবাসে পৌঁছালে চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ.কে.এম মহিউদ্দিন কায়েস এবং দূতাবাসের কর্মকর্তাগণ তাকে সাদর অভ্যর্থনা জানান। দূতাবাস পরিদর্শনে মাননীয় মন্ত্রীর সাথে ঢাকা হতে আগত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের সদ্য সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মুহাম্মদ নজরুল ইসলাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান। এ সময় বাংলাদেশ দূতাবাস হতে আরো উপস্থিত ছিলেন কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মোঃ ইলিয়াছুর রহমান, প্রথম সচিব (শ্রম)মোঃ মাহফুজুর রহমান, তৃতীয় সচিব মোঃ তাছির উদ্দিন ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।

 

মাননীয় মন্ত্রীসহ অতিথিগণ সর্বপ্রথম দূতাবাসের বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন। পরবর্তীতে তাঁরা দূতাবাসের সার্ভিস কাউন্টার, পাসপোর্ট রুম, ডিপ্লোমেটিক উইং, শ্রম উইং, হল রুমসহ মান্যবর রাষ্ট্রদূতের অফিস কক্ষ পরিদর্শন করেন।

 

পরিদর্শন শেষে মাননীয় মন্ত্রী ভিজিটর বুকে স্বাক্ষর করেন এবং দূতাবাসের আধুনিক সেবা পদ্ধতিসহ অত্যন্ত পরিচ্ছন্ন ও গোছানো প্রবাস-বান্ধব অফিস দেখে তাঁর মুগ্ধতা প্রকাশ করেন।এক্ষেত্রে তিনি সদ্য সাবেক রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানান।

 

  • , প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমেদ, এমপি গত ২৭ অক্টোবর ২০২৩ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-বাংলাদেশ স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য বাহরাইনে আগমন করেন।
2023-10-27
Download